এখন থেকে গুগল ম্যাপে আপনার নিজের বাড়ি, প্রতিষ্ঠান, ব্যবসা বানিজ্য ইত্যাদি যুক্ত করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে।
অনেকেরই একটি ভুল ধারনা থাকে যে বড় কোনো প্রতিষ্ঠান হলে গুগল নিজে থেকেই সেটা গুগল ম্যাপে যুক্ত করে দেয়। বস্তুুত এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
চাইলে আপনি নিজেই খুব সহজে আপনার বাড়ি কিংবা অন্য যেকোনো প্রতিষ্ঠান খুব সহজেই গুগল ম্যাপে যুক্ত করতে পারুন।
তাই চলুন জেনে নেই গুগল ম্যাপে বাড়ির ঠিকানা এড করার নিয়ম।
Google Map এ বাড়ির লোকেশন এড করার নিয়ম
1. প্রথমত আপনাকে আপনার মোবাইলে থাকা Google’s Map অ্যাপটিতে open করতে হবে।
2. Google map অ্যাপসটি open করার পর নিচের দিকে দেখুন Contribute নামের একটু অপশন আছে সেখানে ক্লিক করুন।
3. Contribute অপশনে ক্লিক করার পর অনেকগুলো মেনু আসবে। এই মেনুগুলোর মধ্যে Add place নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।
4. Add place এ ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু অপশন আসবে। ঠিক নিচে দেওয়া ছবির মতো।
*এখানে Place Name এর জায়গায় আপনি আপনার বাড়ির নামটি লিখে দিবেন।
*Category অপশনে ক্লিক করে আপনাকে যেকোনো একটি category সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আপনি বাড়ির লোকেশন এড করবেন তাই category থেকে Residential অপশনটি সিলেক্ট করুন।
Residential এ ক্লিক করার পর আপনার সামনে আরও কিছু subcategory আসবে সেখান থেকে আপনি যেকোনো একটি category সিলেক্ট করে দিবেন।
*Address অপশনে আপনি আপনার বাড়ির Address টি দিয়ে দিবেন।
(লোকেশন এড করার সময় অবশ্যই সেই বাড়িতে থেকেই এড করবেন, এতে বেশি সুবিধা হয়। যেমন নিচের ছবির মতো ওখানে ক্লিক করলে নিজে থেকেই বাড়ির address সেট হয়ে যাবে। )
*located within এ অপশনটি না দিলেও হবে।
5. একটু নিচের দিকে আসলে Add more details নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।
6. Add more details অপশনে ক্লিক করার পর আপনার সামনে নিচের মতো একটি ইন্টারপেজ আসবে।
* Hours, phone number, website, opening date এগুলো মূলত শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা বানিজ্য ইত্যাদির ক্ষেত্রে সিলেক্ট করতে হয়।
কিন্তুু আপনি যেহেতু বাড়ির ঠিকানা গুগল ম্যাপে এড করবেন, সেক্ষেত্রে আপনি শুধু নিচে থাকা Add photos অপশনে ক্লিক করে আপনার বাড়ির একটি ছবি যোগ করে দিবেন
7. বাড়ির ছবি যোগ করার পর নিচে থাকা Submit অপশনে ক্লিক করুন।
* Submit অপশনেে ক্লিক করার পর আপনার সামনে নিচের মতো একটি পেজ আসবে।
এটি দেখার পর মনে করবেন না যে আপনার বাড়ির লোকেশন গুগল ম্যাপে এড হয়ে গেছে।
আসলে আগে আপনার তথ্য গুলো ভেরিফাই করা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই আপনার বাড়ির ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করবে এবং আপনাকে একটি ইমেইল পাঠাবে।
শেষকথা,
আশা করি পোস্টটি ভালো লেগেছে এবং সেই সাথে পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এইরকম আরও হেল্পফুল পোস্ট পেতে আমাদের সাইটে কানেক্ট থাকুন।
আল্লাহ হাফেজ। 🖤

Avnee Islam, senior writer at Hellocutter.com, She is an expert in tech advice and has a wealth of knowledge in the field. She is always looking for new ways to help our readers get the most out of their technology.