আজ থেকে ১ মাস আগেও ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হলে অনেক ঝামেলার মুখোমুখি হতে হইতো।
কিন্তুু দিন দিন ফেসবুক পলিসি আপডেটের সাথে সাথে এর ঝামেলাও শেষ হইছে। ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যত সোজা ঠিক তেমনই ফেসবুক পেজের নাম পরিবর্তন করাও এখন ঠিক ততটাই সোজা।
তবে একটা কথা জেনে রাখুন, ফেসবুক একাউন্টের মতো ফেসবুক পেজের নাম পরিবর্তনের ৬০ দিনের মধ্যে ২য় বার আর সেটি পরিবর্তন করতে পারবেন না।
তবে ৬০ দিন অর্থাৎ ২ মাস পরে আবারও পরিবর্তন করতে পারবেন। তাই চলুন জেনে নেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করার সহজ নিয়ম।
ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম
1. প্রথমত আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
2. ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি যেই পেজটির নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেটা লগ-ইন করুন।
3. ফেসবুক পেজটি ওপেন করার পর উপরের কোনে দেখুন ত্রিবন্ডের একটি আইকন রয়েছে সেখানে ক্লিক করুন। (ঠিক নিচে দেওয়া ছবির মতো)
4. ত্রিবন্ড আইকনে ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে। সেখান থেকে উপরের কোনে রেড মার্ক করা সেটিংস আইকনে ক্লিক করুন।
5. সেটিংস আইকনে ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে। সেখান থেকে Fage settings অপশনটিতে ক্লিক করুন।
6. Fage settings অপশনে ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে। সেখান থেকে Name অপশনে ক্লিক করুন।
7. Name অপশন ক্লিক করার পর আপনার পুরনো নামটি দেখানো হবে। যেহেতু আপনি নাম পরিবর্তন করতে চাচ্ছেন তাই পুরনো নাম কেটে আপনি সেখানে আপনার নতুন নামটি লিখুন।
8. নতুন নাম দেওয়ার পর নিচে থাকা Review change অপশনে ক্লিক করুন।
9. Review Change অপশনে ক্লিক করার পর ঠিক নিচের মতো একটি পেজ আসবে যেখানে আপনাকে আপনার আইডির নতুন নাম ও পুরাতন নাম দেখানো হবে।
****এবার আপনাকে নিচের বক্সটিতে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর Save Changes অপশনটিতে ক্লিক করুন। ঠিক নিচে দেওয়া ছবির মতো।
~Save changes দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন হয়ে যাবে। তবে সেটি কখনো কখনো নাও দেখাতে পারে। আর তাই নাম পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার জন্য একবার রিফ্রেশ করুন। (তবে নাম পরিবর্তন হয়ে যাবে কিন্তুু দেখাতে একটু সময় নিতে পারে হয়তো) রিফ্রেশ করলেই আপনার ফেসবুক পেজের নতুন নাম দেখতে পাবেন।
শেষকথা,
আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন।
আর এইরকম প্রয়োজনীয় পোস্ট গুলো পেতে আমাদের সাইটটি ফলো করুন। এতে করে আপনার মোবাইল সম্পর্কে প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন।
আমরা প্রতিনিয়ত মোবাইলের ও বিভিন্ন ধরনের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে কন্টেন্ট লিখে থাকি। যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।
এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ 🖤

Avnee Islam, senior writer at Hellocutter.com, She is an expert in tech advice and has a wealth of knowledge in the field. She is always looking for new ways to help our readers get the most out of their technology.