আমাদের প্রত্যেকেরই ফেসবুক আইডি রয়েছে। আর এই ফেসবুক আইডি আমরা ব্যবহার করি সাধারণত একে অপরের সাথে যোগাযোগ করার জন্য, ভিডিও দেখার জন্য, ব্যবসার জন্য আবার অনেকেই অবসর সময় অতিবাহিত করার জন্য।
আমরা ফেসবুকে ভিডিও দেখার সময় কখনো কখনো কিছু ভিডিও আমাদের কাছে এতটাই ভালো লাগে যে সেগুলোকে ডাউনলোড করে রাখতে মন চায়।
কিন্তুু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম না জানার কারনে আমরা সেই ভিডিও গুলো আর ডাউনলোড করে রাখতে পারি না। যার ফলে একবার দেখার পরই ভিডিও গুলো হারিয়ে যায়।
আজকের পোস্ট থেকে আমরা জানবো কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করা যায়।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম
1. প্রথমত আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
2.ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরের কোনে থাকা থ্রি ডট (…) আইকনে ক্লিক করুন।
3. থ্রি ডট (…) আইকনে ক্লিক করার পর আপনার সামনে নিচের মতো একটি পেজ আসবে।
এই পেজের সবচেয়ে নিচে দেখুন copy link নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। copy link ক্লিক করলেই সেটি কপি হয়ে যাবে।
4. এবার আপনার মোবাইলের Chrome browser টি ওপেন করুন।
5. Chrome browser ওপেন করার পর সার্চ অপশনে সেই কপি লিংকটি পেস্ট করুন। (অর্থাৎ সার্চ অপশনে গিয়ে ইংরেজি V অক্ষরটি চেপে ৫ সেকেন্ড ধরে রাখুন তাহলে সেই লিংকটি সার্চ অপশনে বসে যাবে)
6. এবার লিংকটির একেবারে প্রথম দিকে যান এবং সেখানে থাকা www কেটে দিন, আর এই তিনটা www এর পরিবর্ত mbasic লিখুন। লেখার পর নিচের কোনে থাকা go অপশনে ক্লিক করুন। ( www এর সাথে থাকা ডটটি (.) কাটবেন না)
7. Go দেওয়ার পর আপনাকে আপনার আইডি লগইন করতে বলা হবে, আপনি আইডিটি log in করে নিবেন। এবং লগ-ইন করার পর ঠিক নিচের পেজের মতো ভিডিওটি চলে আসবে।
8. এবার ভিডিওটি ওপেন করুন। ভিডিওটি ওপেন করার পর নিচের কোনে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন।
9. থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের পেজের মতো দুইটি অপশন আসবে। সেখান থেকে ডাউনলোড (Download) অপশনটিতে ক্লিক করুন।
Download অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি ডাউনলোড হতে থাকবে এবং কিছুক্ষনের মধ্যেই সেটি ডাউনলোড হয়ে যাবে। আর আপনি গ্যালারিতে গেলেই সেটি দেখতে পাবেন।
এইভাবে ভিডিও ডাউনলোড করে রাখলে পরবর্তীতে আপনি কোনো এমবি খরচ করা ছাড়াই বারবার গ্যালারিতে ভিডিও গুলো দেখতে পাবেন।
আমরা যারা wifi ব্যবহার করি তাদের ক্ষেত্রে এমনটা হয় যে কারেন্ট যাওয়ার পর আর ভিডিও দেখা সম্ভব হয় না, তাই আপনারা চাইলে ভিডিও গুলো ডাউনলোড করে গ্যালারিতে রেখে দিতে পারেন। এবং পরবর্তীতে যখন কারেন্ট থাকবেনা তখন এই ভিডিও গুলো দেখে অবসর সময় অতিবাহিত করতে পারবেন।
শেষকথা,
আজকের কন্টেন্টটি এখানেই শেষ করলাম। আশা করি পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাইটটি ফলো করবেন।
ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ। 🖤

Avnee Islam, senior writer at Hellocutter.com, She is an expert in tech advice and has a wealth of knowledge in the field. She is always looking for new ways to help our readers get the most out of their technology.