মাথা নষ্ট করা ৫ টি Ai ওয়েবসাইট।

Ai বা Artificial intelligence এর বাংলা অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা-ভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার ও যন্ত্রপাতি নির্ভর কৃত্রিম রুপ দেওয়ার ব্যবস্থা।

বর্তমানে সবকিছুই এখন Ai নির্ভর হয়ে পড়েছে। মানুষ এখন নিজের বুদ্ধিমত্তা গুলোকে সহজে কৃত্রিমভাবে রুপ দিতে পারে।

বর্তমানে Ai দিয়ে আপনি চাইলে বিভিন্ন কার্ঠুন ভিডিও, এনিমেশন ভিডিও ইত্যাদি তৈরী করতে পারেন। এবং এই ভিডিও গুলো ইউটিউবে,টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন।

যাইহোক, আজকের কন্টেন্ট থেকে আমরা এমন ৫টি Ai ওয়েবসাইট সম্পর্কে জানবো যা জানার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই চলুন জেনে নেই, অবাক করা ৫টি Ai ওয়েবসাইট সম্পর্কে। 

মাথা নষ্ট করা ৫টি Ai ওয়েবসাইট

 

1. runwayml.com

এটি এমন একটি Ai ওয়েবসাইট, যেটি ব্যবহারের পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।  এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যেকোনো ফটো দিয়ে ভিডিও বানাতে পারবেন এবং সেই তৈরী করা ভিডিও গুলো ইউটিউব, ফেসবুক,টিকটক,ইনস্টাগ্রাম ইত্যাদিতে ছেড়ে টাকা ইনকাম করতে পারবেন।

Ai দিয়ে ভিডিও তৈরী করার নিয়ম

এই Ai ওয়েবসাইটটি সম্পর্কে জানতে পেরে আমি নিজেও ট্রাই করছিলাম।  আমি শুধু একটা ফুলের ছবি দিয়ে ছিলাম। আর Ai কে বলেছিলাম এই ফুলগুলো চেঞ্জ করে দিতে অর্থাৎ ঔ ফুল গুলো থেকে নতুন ফুলে পরিবর্তন করে একটি ভিডিও তৈরী করার জন্য।  আর এই Ai ওয়েবসাইটটি ঠিক তেমনটাই করলো। উপরের ছবিতে তার স্ক্রিনশট দিলাম ছবি আকারে।

 

তাই চাইলে আপনিও এটি ব্যবহার করে দেখতে পারেন।

2. replicate.com

এই Ai ওয়েবসাইটটি আমার মনে হয় সবারই কাজে লাগবে। এটি সাধারণত ঝাপসা ছবিকে স্পষ্ট করতে ব্যবহার করা হয়ে থাকে।

আপনার কোনো ছবি যদি ঝাপসা থাকে কিংবা অনেক পুরনো ছবি যেগুলো এখন ঘোলাটে ও অস্পষ্ট হয়ে গেছে সেগুলো নতুন ও HD করতে এই ওয়েবসাইটটি ব্যবহার করুন।

এটি ব্যবহার করে ছবি ইডিট করলে এতোটাই সুন্দর হয় যে আপনি পুরো অবাক হয়ে যাবেন।

ফটো ইডিট Ai দিয়ে

 

3. podcast.adobe.com

এটি এমন একটি Ai ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন ধরনের অডিও সাউন্ডকে এমন ভাবে চেন্জ করে দেবে যেটাকে আপনার প্রফেশনাল সাউন্ড মনে হবে।

আমাদের মধ্যে অনকেই আছেন যারা ইউটিউবে ভিডিও তৈরী করতে চান। কিন্তু গলার স্বর সুন্দর না হওয়ায় তা আর করতে পারেন না।

যাদের গলার স্বর সুন্দর না তারা চাইলে এই Ai ওয়েবসাইটটি ব্যবহার করে গলার সাউন্ডকে প্রফেশনাল টাইপের করতে পারবে।

4. chat.openai.com

ChatGPT

Ai এর দুনিয়ায় যতোগুলো Ai ওয়েবসাইট আছে তার মধ্যে ChatGPT তথা chat.openai.com এটিই সবচেয়ে সেরা ও জনপ্রিয়।

এটি এমন একটি Ai টুলস যা সব ধরনের ভাষা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে।

এটিকে যদি আপনি কবিতা লিখতে বলেন, তাহলে কবিতা লিখে দিবে। যদি বিভিন্ন ধরনের সুন্দর ফটো দিতে বলেন তবে সে আপনাকে অসাধারণ ফটো দিবে।

এক কথায় আপনি যা করতে বলবেন এটি  তাই করবে। আর এইসব কারণেই Ai টুলস ব্যবহার কারী দের কাছে এটি বেশি জনপ্রিয়।

5. adobe firefly 

যেকোনো ধরনের ফটো ইডিট করতে এটি ব্যবহ্রত হয়। এই Ai ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারবেন,  সেই সাথে আপনি নিজের ছবির ড্রেস পরিবর্তন করতে পারবেন।

এক কথায় আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ছবি ইডিট করতে পারবেন।  আর এই ওয়েবসাইট এতো সুন্দর করে ছবি ইডিট করে যে বুঝাই যাবে না ছবি ইডিট করা।

Ai দিয়ে ফটো ইডিট

 

শেষকথা,

বন্ধুরা Ai ওয়েবসাইট নিয়ে কথা বললে কখনো তা শেষ হবে না। Ai ওয়েবসাইট এর অভাব নেই। তবে আমার কাছে পার্সোনাললি এই ৫টি  Ai ওয়েবসাইট ভালো লেগেছে তাই আপনাদের কাছেও শেয়ার করলাম।

আশা করি তোমাদের সবার পোস্টটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।  সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।🖤