একটা নতুন মোবাইল ফোন কিনার পর আমরা সবাই আমাদের ফোনটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করি। আর সেইজন্য আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মোবাইল ওয়ালপেপার খুঁজতে থাকি।
আমাদের একেক জনের পছন্দ একেক রকম হয়ে থাকে। কেউ নিজের মোবাইলে কার্টুনের ওয়ালপেপারের, কেউ প্রকৃতির ওয়ালপেপার, এনিমেশন ওয়ালপেপার, ফুলের ওয়ালপেপার ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়ালপেপার দিয়ে থাকে।
আজকে আমারা আপনাদের মোবাইল ওয়ালপেপার আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ওয়ালপেপার শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
1. ফুলের মোবাইল ওয়ালপেপার
প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার হলো ফুল। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা ফুল অপছন্দ করে। ফুল মানুষের মনকে আনন্দে ভরে তুলে।
ফুল এমন একটি জিনিস যেটা হাতে যেমন মানায়, তেমনি আপনি চাইলে ঘর-বাড়িও এই ফুল দিয়ে সাজাতে পারেন। এটি আপনাকে এবং আপনার ঘর বাড়িকে বাহিরে থেকেই সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে।

**ফুলের দোকান এমন একটি জায়গা যেটি দেখলেই আমাদের মন সতেজ হয়ে যায়। সেটা বাস্তবে হোক কিংবা ছবিতে। তাই আপনার মন সতেজ করতে ফুলের দোকানের ওয়ালপেপার ব্যবহার করুন।
ফুলের ওয়ালপেপার
** ফুল আমাদের চারপাশে থাকলে আমরা অনেক আনন্দ উপভোগ করি। তাই বাড়ির পাশাপাশি আপনার মোবাইলেও ফুলের ওয়ালপেপার ব্যবহার করুন।

ফুল সৃষ্টি না হলে বোধহয় পৃথিবীটা এত সুন্দর লাগতো না!🪷

গোলাপ ফুল:
ফুলের রানী বলা হয় গোলাপ ফুলকে এটি দেখতে যেমন সুন্দর তেমনি এই ফুলের ঘ্রাণও অসাধারণ। এই ফুলকে দেখলেও মন আনন্দে ভরে যায়। তাই নিজের মনকে উৎফুল্ল রাখতে আপনার মোবাইলে গোলাপ ফুলের ওয়ালপেপার ব্যবহার করুন।

** সূর্য মুখি ফুলের স্ট্রক ওয়ালপেপার।

** একাধিক রকমের ফুল নিয়ে একটি ফুলের বাগান গড়ে উঠে। যা চিরকালই সৌন্দর্যের প্রতীক।

** নিজের প্রিয় মানুষকে উপহার দিতে চাইলে ফুল দিন। কারন পৃথিবীর সব মানুষই ফুল পছন্দ করে।

** অন্যান্য ফুল গুলোর মতোই পদ্মা ফুল একটি অসম্ভব সুন্দর ফুল। মোবাইল ওয়ালপেপার হিসেবে যার কোনো তুলনাই নেই। অবশ্য সব ফুলই সুন্দর কিন্তুু পদ্মা ফুল আমার কাছে মোবাইল ওয়ালপেপার হিসেবে একটু বেশিই ভালো লাগে।

** বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা ফুল। দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়।
তাই আপনার মোবাইল স্কিনকে আকর্ষণীয় করে তুলতে এই ওয়ালপেপার গুলো ব্যবহার করুন।
** অসাধারণ একটি সাদা ফুলের ওয়ালপেপার।

মোবাইলের স্কিনকে সুন্দর ও আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের ফুলের ওয়ালপেপার ব্যবহার করুন।

2. বাড়ির মোবাইল ওয়ালপেপার (House Wallpaper)
ফুলের ওয়ালপেপার এর মতো বিভিন্ন ডিজাইনের বাড়ির ওয়ালপেপার গুলো মোবাইলের স্কিনকে অসাধারণ করে তোলে। চাইলে আপনি আপনার মোবাইল ওয়ালপেপারে এই বাড়ির ডিজাইন গুলো ব্যবহার করতে পারেন।

** বাড়ির ওয়ালপেপার হিসেবে এই ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

** প্রকৃতি সবার মনকেই আকৃষ্ট করে। উপরের ছবিটি একটি বাড়ির ছবি যেখানে প্রকৃতির এক অনন্য দৃষ্টান্ত ফুটে উঠেছে। মোবাইল ওয়ালপেপার হিসেবে ছবিটি খুবই সুন্দর ও প্রানবন্ত।

** এই ওয়ালপেপারটি অত্যন্ত সুন্দর। কারন প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুটে উঠেছে।

3. বেলুন মোবাইল ওয়ালপেপার (balloon wallpaper)
হাওয়াতে ভাসতে থাকা বেলুন তার সাথে প্রকৃতির অপার সৌন্দর্য,নএক কথায় অসাধারণ।

হাজারো রংয়ের মেলা। মনে হচ্ছে যেন রংধনু।

মোবাইলের জন্য সেরা একটি বেলুন ওয়ালপেপার। আশা করি ভালো লাগবে।

4. হাতের মোবাইল ওয়ালপেপার (Hand wallpaper for mobile)

একেক মানুষের পছন্দ একেক রকম। অনেকই হাতের ছবি ওয়ালপেপারে দিতে পছন্দ করেন। তাদের জন্যই এই ওয়ালপেপার। চাইলে এগুলো ফেসবুক প্রোফাইলেও ব্যবহার করা যাবে।

মোবাইল ওয়ালপেপার এর পাশাপাশি আপনি চাইলে এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন।

হাতের অসাধারণ মোবাইল ওয়ালপেপার।

হাজারো ফুলের মাঝে একটি হাত। মনে হচ্ছে যেন হাতটিও একটি ফুল।
5. কার্টুন ওয়ালপেপার (Cute girls cartoon wallpaper)
আপনাদের মধ্যে যারা মোবাইল ওয়ালপেপারে কার্টুন পিক দিতে পছন্দ করেন তাদের জন্য এই ওয়ালপেপার গুলো।

২০২৩ সালে মোবাইলের জন্য সেরা কিছু কার্টুন ওয়ালপেপার।

** cute cartoon girls wallpaper 2023 new
যারা কার্টুন পছন্দ করেন তাদের জন্য এই ওয়ালপেপার গুলো।
মন জুড়ানো অসাধারণ কিছু কার্টুন ওয়ালপেপার মোবাইলের জন্য। এই ওয়ালপেপার গুলো ব্যবহার করে আপনার মোবাইল ফোনকে আকর্ষণীয় করে তুলুন।

এই ছবিগুলো যদিও এনিমেশন তারপরও এগুলো দেখলে মন জুড়ে যায়।

কার্টুন ওয়ালপেপার গুলো এখানেই শেষ করছি। যদি এইরকম আরও কার্টুন ওয়ালপেপার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

6. শেষ বিকেলের মোবাইল ওয়ালপেপার ( Afternoon wallpaper)
শেষ বিকেলের সূর্য ডুবে যায় অবস্থা দেখতে সবারই ভালো লাগে। তাই চাইলে এই ছবিগুলো ওয়ালপেপার এ ব্যবহার করতে পারেন।

শেষ বিকেলের সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সাগর পাড়ে বসে দেখতে সত্যিই অনেক ভালো লাগে। এমন কেউই নেই যার সাগর পাড়ে বসে সূর্য ডুবে যেতে দেখতে ভালো লাগে না।

এই ওয়ালপেপারটা মোবাইলের জন্য সত্যিই অনেক চমৎকার। চাইলে আপনিও ব্যবহার করতে পারেন।

পাহাড় পর্বতের সাথে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য। সব মিলিয়ে অসাধারণ।

সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমাদের শেষ বিকেলের মোবাইল ওয়ালপেপার এখানেই শেষ করলাম।

শেষকথা,
যদি আপনাদের কাছে এই মোবাইল ওয়ালপেপার গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ!

Avnee Islam, senior writer at Hellocutter.com, She is an expert in tech advice and has a wealth of knowledge in the field. She is always looking for new ways to help our readers get the most out of their technology.